এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস ২০২২

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস ২০২২

মৌলুদা খাতুন মলি
———————————————-

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সুপ্রিয় পরীক্ষার্থীরা, আশাকরি সবাই ভাল আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছো।

এ বছর (২০২২ সালে) আমার ছোটছেলেও এইচএসসি পরীক্ষার্থী। তাই একজন শিক্ষক এবং ‘মা’ হিসেবে নিজের ছেলেকে দেয়া সংক্ষিপ্ত উপদেশগুলো তোমাদেরকেও জানালাম। আশাকরি উপকৃত হবে ইনশাআল্লাহ।

আমরা জানি, বৈশ্বিক মহামারী ‘করোনা’র তাণ্ডবলীলা বেড়ে যাওয়ায় আবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এসেছে- ২১ জানুয়ারি/২২ থেকে ০৬ ফেব্রুয়ারি/২২ পর্যন্ত। ওকে ফাইন!! কোনোই সমস্যা নেই বাবা। আগে শরীর ফিট রাখা, তারপর অন্য চিন্তা করা। আল্লাহ্ পাকের শ্রেষ্ঠ নিয়ামতসমূহের একটি হলো- ‘সুস্থতা’। কথায় আছে-‘ভগ্ন স্বাস্থ্য নিয়ে কক্ষনো বিদ্যা অর্জন হয়না’। আল্লাহ্ ভরসা।

অবশ্যই অনস্বীকার্য যে-
তথ্যপ্রযুক্তির কল্যাণে আলহামদুলিল্লাহ্ আমরা কিন্তু এখন অনেককিছু (সুবিধা) একদম হাতের নাগালেই পাচ্ছি- অনায়াসে এবং অল্প পরিশ্রমে। সো ডোন্ট অরি!!

আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী পরামর্শগুলো এইরকম—
★ রুটিন তৈরি করো।
সর্বপ্রথম (শর্ট সিলেবাস অনুযায়ী) সবাই দৈনন্দিন পড়ালেখার একটা রুটিন তৈরি করে ফেলো। আজই এবং সম্ভব হলে এক্ষনি, প্লিজ।

আরও পড়ুনঃ ৭ মার্চের ভাষণের মূল বিষয়বস্তু

★ আত্মবিশ্বাস বাড়াও।★ দুর্বলতা চিহ্নিত করো।
তুমি কোন বিষয়ে বেশি দুর্বল বা কম বুঝছো অথবা পড়া এগোয় নি– তা আগে চিহ্নিত করো। এবার দৈনন্দিন পড়ার রুটিনে সেটির জন্য ‘বরাদ্দকৃত সময়’ আর একটু বাড়িয়ে দাও। ব্যস!

ওরে বাপরে সামনেই পরীক্ষা! সুতরাং….।
মন থেকে এ ‘পরীক্ষা আতংক’ আগে সরাও।
কেউ ঘাবড়ে যেওনা প্লিজ। মনে সাহস রাখো। ভয় নেই, ইউ ক্যান উইন, ইনশাআল্লাহ!!

★ হেল্প নাও।
মনে রেখো, সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সিলেবাস অনুযায়ী সমানতালে এগোতে পারেনা। শর্ট সিলেবাস হওয়া সত্ত্বেও কোনো কোনো কলেজ হয়ত পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিটই করতে পারবে না। এটি হতেই পারে। তাই দুশ্চিন্তা না করে নিজেই দায়িত্বশীল হয়ে (অনলাইনে/মোবাইলে) সাবজেক্ট টিচার, বন্ধু-বান্ধব, ইউটিউব, গুগুলের মাধ্যমে তোমার সমস্যার সমাধান করতে পারো, খুব ইজিলি।

★ সময়ের মূল্য দাও।
সামনেই পরীক্ষা। সুতরাং অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার কমাও। মুভি দেখা, আড্ডা, গেমস, ফেইসবুকিং, চ্যাটিং, (আপাতত) নিয়ন্ত্রণ করো। নিশ্চয়ই ভাল রেজাল্ট হবে, ইনশাআল্লাহ।

★ নিয়মানুবর্তিতা।
(বিশেষ কোনো অসুবিধা ছাড়া) রুটিন মোতাবেক প্রতিদিন নির্দিষ্ট সময়ে অবশ্যই পড়ার টেবিলে বসবে কিন্তু। সামান্য সময়ের জন্য হলেও। বই খোলো, পৃষ্ঠা উল্টেপাল্টে দেখো। এতে করে পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান কে কে জেনে নিন

★ অযথা চাপ কমাও।
আগের চিন্তা আগে করো, পরেরটা পরে।
অর্থাৎ সামনে তোমাদের HSC ফাইনাল পরীক্ষা। পাশের পর ভর্তি পরীক্ষা। সুতরাং এখনই ভর্তি পরীক্ষার দুশ্চিন্তা না করে বরং মনোযোগ দিয়ে পড়াশুনা করো। একটা দারুণ রেজাল্ট করে ফ্যামিলিকে দেখাও যে, তুমিও পারো..!!

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা গুলো সবায় মেনে চলবেন ।

সবার জন্য শুভকামনা নিরন্তর।।
—-