বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান কে কে জেনে নিন

বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান কে কে জেনে নিন

১. রাষ্ট্রপতি – মো আবদুল হামিদ (রাষ্ট্রপ্রধান) । প্রধানমন্ত্রী – শেখ হাসিনা। (বিশ্বের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মহিলা প্রধানমন্ত্রী), সরকারপ্রধান।

২. জাতীয় সংসদ/আইন সভার স্পিকার – ড.শিরীন শারমিন চৌধুরী। তিনি বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার৷

৩. প্রধান বিচারপতি – সৈয়দ মাহমুদ হোসেন

৪. সরকারি কর্মকমিশন এর চেয়ারম্যান – মোঃ সোহরাব হোসাইন (১৪তম)।

৫. অ্যাটর্নি জেনারেল – আবু মোহাম্মদ আমিন উদ্দিন (১৬তম)। প্রধান নির্বাচন কমিশনার – খান মোহাম্মদ নুরুল হুদা (কে এম নুরুল হুদা)।

৬. প্রধান তথ্য কমিশনার – মরতুজা আহমেদ (৫ম)। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান – মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ (৬ষ্ঠ)।

৭. UGC এর চেয়ারম্যান – অধ্যাপক কাজী শহীদুল্লাহ (১৩তম)। BJSC এর চেয়ারম্যান – বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (৬ষ্ঠ)।

৮. মানবাধিকার কমিশনের চেয়ারম্যান – নাছিমা বেগম (৪র্থ, প্রথম নারী) । আইন কমিশনের চেয়ারম্যান – বিচারপতি এ বি এম খাইরুল হক।

৯. বাংলাদেশ ব্যাংকের গভর্নর – ফজলে কবির (১১তম)। বাংলা একাডেমির মহাপরিচালক – নূরুল হুদা, সভাপতি – ড. রফিকুল ইসলাম।

১০. বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টার্ফ – জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পুলিশের মহাপরিদর্শক – ড. বেনজীর আহমেদ।
নৌবাহিনীর প্রধান (সিএনএস) – অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক – চৌধুরী আবদুল্লাহ আল মামুন।