ইউটিউব হলো একটি সোশ্যাল মিডিয়া ভিডিও শেয়ারিং এবং লাইভ ব্রটকাস্টিং প্লাটফর্ম। যেখানে মানুষ সরাসরি লাইভ আসতে পারে এবং দেশ-বিদেশের অনেক মানুষ তাদের নিজের ক্রিয়েটিভ দক্ষতা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকে, ঐসকল ভিডিও ভিউয়ারা দেখে ইন্টারটেইন্টমেন্ট এবং শিক্ষাগ্রহণ করে থাকে । ইউটিউব প্লাটফর্মে এ বিভিন্ন ধরণের ভিডিও ক্রিয়েটররা শিয়ার করে থাকে।
যেমনঃ আনবক্সিং, গেম, মুভি, নাটক, রেস্লিং, ফান ,ট্রেইলার, কমেডি, ক্লিপ , ব্লগ ভিডিও, ইন্টেরটেন্টমেন্ট, জক্স, ইত্যাদি। বলে শেষ করা টা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে । এবং তাদের ক্রিয়েটিভিটি শিয়ারের পাশা-পাশি রেভিনিও জেনারেট করে থাকে এ থেকে। প্রতিষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারী ২০০৫ সালে। প্রথমে এটি ডেটিং সাইট হিসেবে তৈরি করা হলেও পরবর্তীতে তা অনেক বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম তৈরি হয়েছে। এটি প্রতিষ্ঠা করেন তিনজন তার মধ্যে বাংলাদেশেরর একজন রয়েছে।
বাংলাদেশের একমাত্র বিশ্বস্ত ওয়েব পোর্টাল বঙ্গ জার্নাল খুব সহজ ভাবে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়।