দারিদ্র্য বিমোচনে মহানবী (সাঃ) এর অপূর্ব শিক্ষা
একজন দরিদ্র সাহাবী মহানবী সাঃ এর কাছে এসে বললেন- তাঁর গৃহে খাবার নেই। আয়ের কোনো উপায় নেই। ব্যবসা শুরু করার মতো কোনো সঞ্চয় নেই। নবীজী মন দিয়ে তাঁর কথা শুনে বললেন- ঘরে এমন কিছু কি
আছে যা ব্যবহার করা হয়না। কিন্তু অন্যের কাজে লাগতে পারে। আমার অতিরিক্ত একটা কম্বল আর একটা হাড়ি আছে। নবীজী বললেন- আপনি দয়া করে ওগুলো নিয়ে আসুন।সাহাবা জিনিস দুটো নিয়ে এসে নবীর
সামনে রাখলে নবী তাঁর সাথীদের বললেন- আপনাদের কারো প্রয়োজন হলে জিনিস দুটো কিনে নিতে পারেন বাজারে বিক্রি করার চেয়ে যদি আপনাদের কেউ কিনে নেন। তবে দুপক্ষের জন্য এটা কল্যাণকর হবে এবং
সময়েরও সাশ্রয় হবে। জিনিস দুটো বিক্রি করে দিয়ে পাপ্ত অর্থ নবী এবার সাহাবার কাছে দিয়ে বললেন- বাজারে গিয়ে একটা ভালো কুঠার কিনে কালকে থেকে কাঠ কাটার কাজ শুরু করে দিন। সেই কাঠ বাজার বিক্রি
করুন। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন। এটা অনেক বড় নেয়ামত। এই নেয়ামতকে আপনি কাজে লাগান। সৎ ভাবে জীবিকা নির্বাহের জন্য এটাই সবচেয়ে উত্তম বিনিয়োগ।
এটুকুই গল্প। কিন্তু এই গল্পে রয়েছে মানুষের জীবন, সমাজ বদলে দেয়ার জন্য একাধিক শিক্ষাঃ
এক) যারা কর্মক্ষম তাদেরকে অনুদান না দিয়ে কাজ করার জন্য সুস্পষ্ট নির্দেশ দেয়া আছে।
দুই ) মানুষের সুস্থ শরীর যে কতবড় নেয়ামত -সেটা উল্লেখ করা হয়েছে এবং এই সুস্থ দেহকে অলস বসিয়ে না রেখে কাজে লাগানোর কথা বলা হয়েছে।
তিন) ঘরে পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসকে অচল ভাবে ফেলে রাখাকে নিরুৎসাহিত করা হয়েছে।
চার) সংসারে অতিরিক্ত জিনিস বিক্রি করে দিয়ে ব্যয় কমানোর কথা বলা হয়েছে।
পাঁচ) ঋণ না নিয়ে নিজের কাছে যা কিছু আছে তা কাজে লাগিয়ে আয়ের পথ বের করার কথা বলা হয়েছে।
ছয়) বাজারে বিক্রি করার আগে নিজেদের মাঝে যদি কেউ সুলভ মূল্যে কিনে নিতে চায়- সেদিকে জোর দেয়া হয়েছে।
সাত ) কোনো সমস্যা সমাধান যেন গড়িমসি না করে যত দ্রুত সমাধান করা যায়- সেটার নির্দেশনা দেয়া হয়েছে।
আট) শুধু পরামর্শ দিলেই হবেনা, সেটাক কাজে পরিণত করার কথা উল্লেখ করা হয়েছে।
নয় ) সবচেয়ে যে জিনিসটি এখানে উল্লেখযোগ্য তা অবাক করে দেয়ার মতো – “ক্ষুধার্তকে প্রতিদিন একটা করে মাছ না দিয়ে তাকে মাছ ধরার প্রক্রিয়াটি শিখিয়ে দাও”।
মানুষকে স্বনির্ভর করে আত্ম নির্ভিরশীল সমাজ গঠনের এই যে ফর্মুলা যা এখন বেশ আলোচিত হচ্ছে, মানুষ মোটিভেশনে বক্তব্য দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে বেস্ট সেলার হিসাবে বিক্রি হচ্ছে- তা নবী মোহাম্মদ (সাঃ) সাড়ে চৌদ্দশ বছর আগে শুধু বলেন নি। একেবারে বাস্তবে প্রয়োগ করে দেখিয়ে দিয়ে গেছেন।
জনপ্রিয় সার্চঃ দারিদ্র্য বিমোচন,
একটি জাতির কিভাবে
দারিদ্র্য বিমোচন করা যায়,
দারিদ্র্য বিমোচনে ধর্মীয় রীতি,
দারিদ্র্য বিমোচনে মহানবীর শিক্ষা