জাতীয় দলের সিনিয়র সদস্য মিনহাজুল আবেদীন দুই দিন ধরে ফ্লুতে ভুগছিলেন। তাই চিকিৎসকের পরামর্শে গতকাল করোনা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক। আপনি করোনা ভাইরাসে আক্রান্ত। নিয়ম অনুযায়ী মিনহাজুল এখন একা।
হালকা জ্বর থাকলেও শারীরিক অবস্থা ভালো আছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। মিনহাজুলের মতামত ছিল তার করোনা পরীক্ষার ফলাফল ভুল। সেজন্য আজ আরেকটি পরীক্ষা দেবেন তিনি। এ বিষয়ে মিনহাজুল বলেন, তবে আমার শারীরিক অবস্থা ভালো।
আরও পড়ুনঃ বিসিবি টুইটার কেনো ঘুমিয়ে ছিলো এমন জয়ের পরেও?
আমার শরীরে হালকা জ্বর ছাড়া আর কোনো উপসর্গ নেই। মিথ্যাও ভালো হতে পারে। তাই আমি এটা আবার চেক আউট করব. ‘বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে তিনি তার অনুভূতি প্রকাশ করেন। পরে তার করোনা ধরা পড়ে। এছাড়া বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদও দুই দিন আগে করোনায় আক্রান্ত হন। সেও এখন একা।