ওয়েবসাইট থেকে অনলাইনে ইনকাম করার ৫ টি উপায়
বর্তমানে অনেকেই অনলাইন কে কেন্দ্র করে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছে নিজে স্বাবলম্বী হচ্ছে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। শুধু ফ্রিল্যান্সিং করে আপনিও চাইলে এমন একটি ওয়েবসাইট ক্রিয়েট করে তার মধ্যে বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করতে পারেন । একটি ওয়েবসাইট দিয়ে শুধু একটি ভাবেই ইনকাম করা যায় না , নানা উপায়ে আপনি ইনকাম করতে পারবেন। ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনার
দুটি জিনিস খুবই প্রয়োজন
১। একটি হলো আপনার ধৈর্য শক্তি
২। আর অন্যটি হলো কাজ করার মানসিকতা ।
[★★★] আরোও দেখুনঃমোবাইল দিয়ে টাকা ইনকামের ৫ টি উপায়
[★★★] আরোও পড়ুনঃ ওয়েবসাইট থেকে অনলাইনে ইনকাম করার ৫ টি উপায়
[★★★] আরোও দেখুনঃ রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী
একটি ওয়েবসাইট ক্রিয়েট করার পর প্রতিদিন অথবা প্রতিনিয়ত আপনাকে আপনার বিজনেস রিলেটেড পোস্ট অথবা আপনি যে উদ্দেশ্যে মূলত ওয়েবসাইট টি তৈরি করেছেন প্রতিদিন ঐ কন্টেন প্রতিনিয়ত আপলোড করতে হবে। একটা সময় আপলোডের পর যখন আপনার ওয়েবসাইটটি গুগল rank করবে ঠিক তখনই এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত প্রফিট আসতে থাকবে । যাএইই -প্রফিট এর পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে
ত চলুন
একটি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগবেঃ
১। Branding Domain Name
2. Hosting