কিভাবে ইউটিউবিং করতে হয় ?
ইউটিউবে আসতে কি কি জানতে হবে?
ইউটিউবে আসতে আপনাকে অনেক কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন ইউটিউবে কপিরাইট কি, কমিউনিটি গাইডলাইন কি, স্প্যাম কি, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভিডিও এসইও করতে হয়, কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় এছাড়াও আরও অনেক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। যা আপনি এই বইটি পড়লে সম্পুর্ন বিষয় সম্পর্কে কিছুটা ধারণা রাখতে পারবেন।আপনাকে আরও একটি বিশেষ বিষয় জানতে হবে, সেটি হলো আপনি কি ধরণের ভিডিও তৈরি করবেন। সেই ভিডিও শুট কিভাবে করবেন, কিভাবে তা আরও এট্রান্টিভ করবেন তা জানা আবশ্যক। কারণ কোয়ালিটিফুল ভিডিও আপনার চ্যানেলকে অনেকদূর
পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে।
🔥🔥 ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করা যায় সিক্রেট টিপস?🔥🔥
ইউটিউবে আসতে কি কি লাগবে?
ইউটিউবিং করতে আসতে কি কি থাকতে হবে এই চিন্তায় অনেকেই এই প্লাটফর্মে আসতে পারেনা। কিন্তু এই প্লাটফর্মে আসতে আপনার হাই কনফিগারেশনের কম্পিউটার, ক্যামেরা লাগবে এমনটি নয়। আপনার হাতের যে স্মার্টফোনটি রয়েছে আপনি সেটি দিয়েই কাজ শুরু করে দিতে পারেন। অনেক ইউটিউবার রয়েছে যারা স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করেই অনেক বড় হয়েছে। সো, ডিভাইস ইজ’নট ফ্যাক্ট ইন দিস প্লাটফর্ম।
আপনার ইচ্ছাশক্তিটাই এখানে সবচেয়ে বড় জিনিস। আজকাল ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, ভিডিও
আপলোড সবকিছু আপনি আপনার স্মার্টফোনটি দিয়েই করতে পারবেন। তাই আপনি এটি দিয়েই শুরু
করে দিন।
ইউটিউবে কেন আসবেন?
এটি এমন একটি প্লাটফর্ম এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করে একটি ভালো পর্যায়ে যেতে
পারেন। অনেক মানুষ রয়েছে যাদের গল্পের শুরুটা হয়েছিলো ইউটিউব থেকে। আজ তারা অনেক ভালো পর্যায়ে আছেন। অনেকে শখের বসে এই প্লাটফর্মে এসেও অনেক কিছু করেছেন। একটা সময় ছিলো যখন নিজের দক্ষতা চাইলেও কোথাও প্রকাশ করা সম্ভব হতোনা কিন্তু আজ আপনি চাইলেই আপনার দক্ষতা ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারেন এবং একদিন ভালো অবস্থানে যেতে পারবেন আশা করি।
👉 ইউটিউব কি (What is YouTube?) জেনে আসুন ক্লিক করে
আপনার জন্য এটি অনেক বড় সুযোগও হতে পারে। তাই আপনার দক্ষতা সুন্দরভাবে প্রকাশ করার জন্যই
আপনি এই প্লাটফর্মে আসবেন।
চ্যানেলের নাম কেমন রাখবেন?
আপনার চ্যানেলের জন্য নাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড নাম সিলেট করবেন। ধরুন আপনার চ্যানেল টেকনোলজি বিষয়ে, এখন আপনি যদি আপনার
চ্যানেল নাম “ফানি বাংলা” রাখেন তাহলে তো মানুষ হাসিঠান্টা করবে। তাই আপনার চ্যানেল যে-রকম সেইরকম নাম রাখবেন। চ্যানেল নাম রাখার ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায়
[★★★] বারকোড কি ? কিভাবে বারকোড তৈরি করে
রাখবেন সেটি হলো কোন বড় চ্যানেলের নামে নাম কিংবা তার সাথে ম্যাচিং করে কোন নাম রাখবেননা। নাহলে আপনার চ্যানেল সার্চ দিয়েও খুঁজে পাবেননা, সেই নামে সার্চ দিলে শুধু তার চ্যানেল এবং তার ভিডিওগুলি পাবেন। তাই আপনি চেষ্টা করবেন সবসময় ইউনিক একটি নাম নির্বাচন করার, যে নামটি এখন পর্যন্ত কেউ ইউজ করেনি। তাহলে আপনার চ্যানেল নাম সার্চ দিলে সহজেই আপনার চ্যানেল খুঁজে পেতে পারবেন।
চ্যানেলের নাম কখনওই বড় কিংবা কঠিন রাখবেননা। বড় কিংবা কঠিন রাখলে অনেকেই আপনার চ্যানেল নামটি মনে রাখতে পারবেনা। তাই যথাসম্ভব চ্যানেল নামটি ছোট, ইউনিক এবং সহজ রাখার চেষ্টা করবেন।
যাতে সকলেই নামটি মনে রাখতে পারে এবং সার্চ দিলে সহজেই খুঁজে পাওয়া যায়।
আপনার জন্যে আরওঃ