৪৩তম বিসিএস প্রাথমিক ফলাফল প্রকাশ
আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। একাধিক সূত্রে জানা গেছে যে, সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কঠোর পরিশ্রম করছে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন প্রথম আলো কে বলেন, ‘আমরা ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের জন্য নিরলসভাবে কাজ করছি।
খুব দ্রুত সময়মতো প্রকাশ করার চেষ্টা করছি। গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে। বিসিএস আবেদনের সময়সীমা কয়েক ধাপে বাড়ানো হয়েছে। ৪৩তম বিসিএসে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন পাঠানো হয়েছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ায় ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা তিন ধাপে বাড়িয়েছিল পিএসসি। এর মধ্যে
- প্রশাসনিক পদে ৩০০,
- পুলিশে ১০০,
- পররাষ্ট্র ২৫,
- শিক্ষায় ৬৪৩,
- অডিট পদে ৩৫,
- তথ্যে ২২,
- ট্যাক্সে ১৯,
- কাস্টমস ১৪ এবং
- সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
পরিক্ষার মান বণ্টন ছিলোঃ
- বাংলা ভাষা ও সাহিত্য 35,
- ইংরেজি ভাষা ও সাহিত্য 35,
- বাংলাদেশ বিষয়াবলী 30,
- আন্তর্জাতিক বিষয়াবলী 20,
- ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব),
- পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10,
- সাধারণ বিজ্ঞান 15,
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 15,
- গণিত বিজ্ঞান 15,
- মানসিক দক্ষতা 15,
- নৈতিকতা, মূল্যবোধ এবং ভাল আচরণ 10 নম্বর।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে স্কুলছাত্রের মৃত্যু