‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যবিধির সাধারণ নিয়ম মেনে করোনারি প্রাদুর্ভাব যতটা সম্ভব মোকাবেলা করা দরকার। এটা আমাদের সিদ্ধান্ত। তবে প্রয়োজনে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে,” রোববার সকাল সাড়ে ১১টায় সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন।
বিপিএটিসি আয়োজিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য প্রথম দুই মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। বিপিএটিসি রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস, কোর্স উপদেষ্টা মো. মহসিন আলী, প্রশিক্ষণ কর্মকর্তাসহ বিপিএটিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নিতে পারবে। এখানে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। 12 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকাদান কর্মসূচি আছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই।
বিষয়টি নির্ভর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কী নির্দেশ দেয় তার ওপর। প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেই: শিক্ষার্থীদের চলমান শ্রেণিকক্ষ মূল্যায়নের বিষয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে উপদেষ্টা কমিটির সঙ্গে যৌথ বৈঠকে আমরা অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক ও গণশিক্ষার। তারা বলেন, সার্বক্ষণিক মনিটরিং করছেন। তারা কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিয়ম অনুসরণ করার চেষ্টা করে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
বিশ্ববিদ্যালয় খোলা বা বন্ধের বিষয়ে দীপু মনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের নিজের সিদ্ধান্ত। শিক্ষার্থীদের টিকাদানে অবহেলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি এখনকার মতোই চলবে।’ যদি অন্যভাবে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে বিবেচনা করা হবে। সাহিত্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ৪৩তম বিসিএস প্রাথমিক ফলাফল প্রকাশ